বিজনেসটুডে২৪ ডেস্ক:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেনাটা লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘টেকনিক্যাল সার্ভিস অফিসার (ভিইটি) ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদ সংখ্যা: ৫টি। কর্মস্থল-বাংলাদেশের যেকোনো স্থানে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন)/ বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্সে পাস হতে হবে এবং এ এইচ স্বীকৃত হতে হবে। বয়স সর্বনিম্ন ২৮ বছর। সমপদে সমমান শিল্পে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া। শুরুতে উচ্চ বেতন প্রদান করা হবে। দলে কাজ করতে হবে। বিক্রয় ও বিপনণে জীবন গঠনে আগ্রহ থাকা। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার ইচ্ছে থাকা। ইংরেজি ও বাংলা যোগাযোগ দক্ষতা থাকা। স্বপ্রনোদিত ও প্রগতিশীল ফল তৈরি ও ডেলিভারী করতে পারা। স্মার্ট, উদ্দ্যমী, সৃজনশীল হওয়া।
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর, ২০২০।
– বিডিজবস