বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
তাদের ৫ দফা দাবি হলো- ১/এই প্রজ্ঞাপন মানি না। এটি প্রত্যাখান করলাম। প্রশাসনকে সর্বোচ্চ ১২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২/ হল খোলা আছে খোলা থাকবে আমরা হল থেকে বের হবোনা।কোনভাবে হল থেকে বের করার চেষ্টা করা যাবে না।
৩/ আগামী ২৪ ঘন্টার মাঝে গেরুয়ার সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে ও এর ইন্ধনদাতাদের খুজে বের করতে হবে। সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।
৪/ ক্যাম্পাসের কতিপয় ছাত্র শিক্ষক ও কর্মচারি ও কর্মকর্তা এই হামলার ঘটনার সাথে সংযুক্ত আছে বলে বিভিন্ন মাধ্যেম শোনা যাচ্ছে, দ্রুত তম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে সত্যতা নিশ্চিত করতে হবে।
৫/ অজ্ঞাত মামলা তুলে নিয়ে চিহ্নিত ব্যক্তিদের নামে মামলা করতে হবে। এক্ষেত্রে আমরা যথেষ্ট সহযোগিতা করবো।
এর আগে প্রশাসনের হলে না ঢুকার আহ্বানকে প্রত্যাখান করে আবারও তালা ভেঙে হলের ভিতর অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীরা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের হলগুলো অতিক্রম করে বঙ্গমাতা হলের সামনে এসে শেষ হয়। ছাত্রীরা বর্তমানে হলেই অবস্থান করছেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে ভেতরে অবস্থানরত ছাত্ররা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।