Home Second Lead ৫ মাস পর উন্মুক্ত বিনোদন কেন্দ্রসমূহ

৫ মাস পর উন্মুক্ত বিনোদন কেন্দ্রসমূহ

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: প্রায় ৫ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে শনিবার ( ২২ আগস্ট)।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৯ মার্চ  সব বিনোদনকেন্দ্র, পিকনিক স্পট বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

গত বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায়  বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রের পাশাপাশি পতেঙ্গা সমুদ্র সৈকতও উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধানসহ ১৯টি শর্ত মানতে হবে।