বিজনেসটুডে২৪ ডেস্ক:
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) পরিবহনে বড় আকারের ছয়টি এলএনজি ট্যাংকার বা ক্যারিয়ার কিনতে যাচ্ছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএসসির এলএনজি জাহাজ কেনার প্রস্তাবের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২৫), রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি) ধারণার আলোকে বিএসসি ছয়টি জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে জানানো হয়, দুটি ট্যাংকারের ধারণক্ষমতা হবে ১ লাখ ৪০ হাজার ঘন মিটার, দুটি ট্যাংকারের ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৪ হাজার ঘন মিটার, অন্য দুটির ধারণক্ষমতা হবে ১ লাখ ৮০ হাজার ঘন মিটার করে।
ছয়টি জাহাজ কিনতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কন্সট্রাকশন) প্লাস শিপ ফাইন্যান্সিংয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত প্রস্তাবের ওপর ২৫ জানুয়ারি অনুষ্ঠিত সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়।
এই ছয়টি ট্যাংকার কিনতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৬০২ কোটি টাকা।