বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: রাজমিস্ত্রির কাজে এসে নিখোঁজ সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের সেই ৬ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) টেকনাফের রাজারছড়া পাহাড় থেকে তাদের উদ্ধারের তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
টেকনাফের রাজার ছড়া গ্রামের দুর্গম পাহাড় থেকে মঙ্গলবার (২২এপ্রিল) রাতে সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ। তারা টেকনাফ মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন নিখোঁজ এমাদ উদ্দিনের চাচাতো ভাই আব্দুল বাছিত দুলাল। তিনি বলেন, টেকনাফের রাজার ছড়া গ্রামের দুর্গম পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এখনো ভালোভাবে কারো সঙ্গে কথা বলতে পারিনি।
উদ্ধার হওয়া ৬ জন হলেন-জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯) ও মৃত সরবদি’র ছেলে আব্দুল জলিল (৫৫)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বলেন, সিলেট জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার ও টেকনাফ থানা পুলিশ নিখোঁজ ৬জনকে উদ্ধার করেছে। তারা বর্তমানে সেখানে রয়েছেন। তারা কীভাবে সেখানে গেলেন এ ব্যাপারে এখনো জানা যায়নি।