বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্রগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অনেকের মনে অমাবস্যা জন্মেছিল নাগরিক সুবিধা নিয়ে। কিন্তু প্রশাসক সুজন ছয় মাসে ছয় বছরের কাজ করেছেন। নগরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। কঠিন সময়ে তিনি দেখিয়ে দিয়েছেন নিষ্ঠা থাকলে, দায়বদ্ধতা থাকলে কাজ করা সম্ভব।
শনিবার(৩০জানুয়ারি) নগরীর লালদীঘি পার্কে আয়োজিত ‘জোৎস্না উৎসবে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিটি প্রশাসকের উদ্যোগে আয়োজিত ‘জোৎস্না উৎসবে’ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। রাত সাড়ে ৯টায় পার্কের আলো নিভিয়ে উপস্থিত সবাইকে নিয়ে লালদীঘি মাঠের জোৎস্না উপভোগ করেন তিনি।
সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, যে লালদীঘি চেনে না, সে চট্টগ্রাম চেনে না। এ লালদীঘি মাঠকে ঘিরে রয়েছে সংস্কৃতি-সংগ্রামের ঐতিহ্য, ইতিহাস।
তিনি বলেন, চট্টগ্রাম শহরকে মনে করা হয় সওদাগরের শহর। কিন্তু এই শহরের সাংস্কৃতিক ঐতিহ্যও রয়েছে। চট্টগ্রাম শুধু বিত্তের শহর নয়, এটা আগামীতে চিত্তের শহর হবে।
তিনি আরও বলেন, লালদীঘি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। লালদীঘিকে আবার পুনরুদ্ধার করলাম। মানুষের হাঁটার ব্যবস্থা রেখে নান্দনিক করে তুলেছি।
নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনার আয়োজন করা হয় ‘জোৎস্না উৎসবে’।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কবি ওমর কায়সার, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়া ও নগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।