বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর: মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে ১২ ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ এসে পৌঁছেছে বেনাপোল স্থল বন্দরে।
৪ আমদানিকারক প্রতিষ্ঠান এই মরিচ আমদানি করেছে। মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স উৎস এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এন্টারপ্রাইজ ও মেসার্স রুসদ এন্টারপ্রাইজ কাঁচা মরিচ আমদানি করেছে।
বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচ দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে কাস্টম হাউজের সংশ্লিষ্ট বিভাগকে।
কাঁচা মরিচ আমদানির সংবাদে বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের মূল্য কেজিতে ২০ থেকে ৩০ টাকা হ্রাস পেয়েছে। পাইকারি বাজারে দেশীয় কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা ।