বিজনেসটুডে২৪ প্রতিনিধি
মেলান্দহ ( জামালপুর ): ভ্রাম্যমাণ আদালত সোমবার মেলান্দহ বাজারে অভিযান চালিয়ে দুই দোকানির গুদাম থেকে ৮১,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে।
মেলান্দহ উপজেলা সহ-সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বাজারের তপু এন্টারপ্রাইজ এবং জননী তেল ভাণ্ডারের গুদাম থেকে ঐ তেল জব্দ করা হয়েছে। তাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
মেলান্দহ উপজেলা সহ-সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম জানান, তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোনও রশিদ দোকানির কাছে ছিল না। এসব অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জননী তেল ভান্ডারের গুদামে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল ছিল। খুচরা বিক্রেতাদের কাছে তেল বিক্রির কোনও রশিদ এই দোকানির কাছেও ছিল না। এসব অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।।