Home ক্যারিয়ার ৮১ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

৮১ জনকে নিয়োগ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর

বিজনেসটুডে২৪ ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। আটটি পদে মোট ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম-বাবুর্চি, ক্যাটল অ্যান্ড পোল্ট্রি অ্যাটেনডেন্ট, বেয়ারার, ফরাশ কাম নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী (ঝাড়ুদার), নিরাপত্তাপ্রহরী (গার্ড), অফিস সহায়ক ও নৈশপ্রহরী কাম ফরাশ।

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/ অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন- জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dyd.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ১২ নভেম্বর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ১৩ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টায়।

– যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট