Home Second Lead ‘৮২ বিশ্বকাপের কিংবদন্তী নায়ক পাওলো রসি আর নেই

‘৮২ বিশ্বকাপের কিংবদন্তী নায়ক পাওলো রসি আর নেই

05 July 1982 Barcelona - FIFA World Cup - Brazil v Italy - Paolo Rossi of Italy (photo by Mark Leech/Offside/Getty Images)

‘৮২ বিশ্বকাপের নায়ক, প্রখ্যাত ইতালিয় ফুটবলার পাওলো রসি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। আজ সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান টিভি চ্যানেল আরএআই স্পোর্টস।

 

ইতালির ওই সংবাদমাধ্যম আরএআই-র উপস্থাপক এনরিকো ভারাল টুইট করেছেন, ‘‘খুব দুঃখের দিন। পাওলো রসি আমাদের ছেড়ে চলে গেছেন। পাবলিতো আমাদের জন্য অবিস্মরণীয়, ’৮২ বিশ্বকাপে তিনি আমাদের ভালবাসার বন্ধনে বেঁধে রেখেছিলেন। শান্তিতে ঘুমোন পাওলো।’’
জুভেন্টাস ও এসি মিলানে খেলা রসি সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন। ১৯৮২ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। জুয়ায় জড়িয়ে নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির।

5 of The Best Moments of Paolo Rossi's Career | 90min

তবে ‘পাবলিতো’ নামে খ্যাত রসি অবিস্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় গ্রুপ পর্বে (কোয়ার্টার ফাইনাল) ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। তেলে সান্তানার সেই ব্রাজিল বিশ্বকাপ জিততে না পারা সেরা দলগুলোর একটি।

সক্রেটিস, জিকো, জুনিনহো, ফ্যালকাও, এডের, সের্জিনহোদের মতো ‘বল প্লেয়ার’দের নিয়ে গড়া সেই ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি, হ্যাটট্রিক করেছিলেন রসি।

Spain 1982: Paolo Rossi's redemption | Sports | China Daily

বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা পারফরম্যান্সগুলোর একটি। ইতালিকে সে বছর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাও হন রসি। জিতেছিলেন ব্যালন ডি’অরও।

ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। খেলা থেকে অবসর নিয়ে বিশেষজ্ঞের ভূমিকা পালন করেন। সেই কাজেও সফল হন।
ক্লাব জীবনের বেশিরভাগ সময়ই জন্মভূমি ইতালিতেই কাটিয়েছেন রসি। জুভেন্টাসকে দুবার সিরি এ খেতাব জেতানোর পাশাপাশি ১৯৮৪ সালে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগও। তবে একজন ফুটবলারের সব দক্ষতা উপচে পড়েছিল ১৯৮২ সালেই। তিনি সেবার দেশকে বিশ্বসেরা করেছিলেন, গোল্ডেন বুট পেয়েছিলেন, ফিফা ব্যালন ডি’ অরও হন। তাই ৮২-র নায়ক বলতে রসি ছাড়া কেউই নেই।

Spain 1982: Paolo Rossi's redemption | Sports | China Daily

তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধার ঢল নেমেছে। জার্মানির প্রাক্তন স্ট্রাইকার জুরগেন ক্লিন্সম্যান টুইট করেছেন, ‘‘প্রিয়, পাবলিতো আমরা সব সময় তোমাকে মনে রাখব।‘‘ রসির স্ত্রী ক্যাপেলিত্তি ফেদেরিকার টুইট, ‘‘পার সেম্প্রে’’—অর্থাৎ ‘‘চিরকাল তুমি আমার।’’

চলতি বছরটিও আমাদের কাছে বিভীষিকার হয়ে গিয়েছে। কোভিড বছর গত কয়েকদিনের মধ্যেই বিশ্ব ফুটবলের তিন বন্দিত নায়ককে কেড়ে নিল। দিয়েগো মারাদোনা চলে গিয়েছিলেন, এই সেদিন চলে গেলেন ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ আলেজান্দ্রো সাবেল্লা, আর এদিন পাওলো রসি।

-বিজনেসটুডে২৪ ডেস্ক