Home আইন-আদালত কাঠের বাক্সে ৮৫ কোটি টাকার সাপের বিষ

কাঠের বাক্সে ৮৫ কোটি টাকার সাপের বিষ

ঢাকা: রাজধানীর রামপুরা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালন চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২ এর একটি দল।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরা হলেন, শফিকুল ইসলাম (৫০) জহিরুল হক (৪৯), মজিবুর রজমান (৩৯) দুলাল শেখ (৪৮) ও মোখলেছুর রহমান (৩৮)। এরা সবাই আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য।

র‌্যাব জানায়, জব্দ করা সাপের বিষ অন্য কোনো দেশে পাচারের উদ্দেশে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা নতুনবাগ বাসা ঘ/১, ব্লক-বি, ১নং লোহার গেইট এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযানে তাদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর তল্লাশি করে কাচের জারে সংরক্ষিত অবস্থায় ১২ পাউন্ড (কাঠের বক্স এর ভিতর ৬টি কাচের জার) সাপের বিষ জব্দ করা হয়। বিষের আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা।

এছাড়াও তাদের কাছে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যনুয়াল বই জব্দ করা হয়।

ফ্রান্সে তৈরি এই বিষ তরল, ক্রিস্টাল ও পাউডার ধরনের ছিলো। এ ধরনের বিষ দামি ওষুধ ও মাদক দ্রব্যে ব্যবহারের উদ্দেশে সংগ্রহ করা হয়। ব্যাপক চাহিদা থাকার কারণেই এই চক্র সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানানো হয়, চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক