বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: তৈরি পোশাক খাতের প্রধান প্রধান কাঁচামাল আমদানি বেড়েছে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী এসময়ে মোট ১ হাজার ৪৩০ কোটি ডলারের কাঁচামাল আমদানি করেন পোশাক রপ্তানিকারকরা। যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৮ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে ৩৪৪ কোটি ১১ লাখ ডলারের ইয়ার্ন (তুলা, সিনথেটিক ও মিক্সড) আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তি হয়েছে। এছাড়া কাঁচা তুলা ও সিনথেটিক ফাইবার আমদানিতে ২৬৭ কোটি ৩৪ লাখ ডলারের ঋণপত্র এবং কাপড় ও আনুষঙ্গিক পণ্য আমদানিতে ৮১৮ কোটি ৫৩ লাখ ডলারের ঋণপত্র নিষ্পত্তি হয়েছে।অন্যদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রে জানা যায়, জুলাই থেকে মার্চ পর্যন্ত তৈরি পোশাক উদ্যোক্তারা রপ্তানি করেছেন ৩ হাজার ১৪২ কোটি ডলারের পণ্য। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের থেকে ৩৩ শতাংশ বেশি। প্রাথমিক এই তথ্যে দেখা যায়, অর্থবছরের প্রথম ৯ মাসে পোশাক রপ্তানির ৪৫ দশমিক ৫১ শতাংশ অর্থ কাঁচামাল আমদানিতে ব্যয় হয়েছে।