বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ঢাকা আন্তর্জাতিক মেলা হচ্ছে না। চিটাগাং চেম্বারের ২৯তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা ( সিআইটিএফ ) হবে কি হবে না তা তা নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের ওপর।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম জানান, সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ২৯ তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে কিনা সেটা। সরকার ঘোষণা করলে মেলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো। তাছাড়া গত বছর আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। মেলা শুরুর ১০ দিনের মাথায় বন্ধ করে দিতে হয়।
বাণিজ্য সচিব ড.মো. জাফর উদ্দীন বৃহস্পতিবার বলেছেন, এবার ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ও হচ্ছে না। মেলা হলে মানুষের সমাগম হবে। করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় মেলার আয়োজন আপাতত স্থগিত করা হয়। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হলে মেলার আয়োজন করা হবে।