Home Second Lead ‍চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান দায়িত্ব নিচ্ছেন সোমবার

‍চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান দায়িত্ব নিচ্ছেন সোমবার

বন্দর ভবন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ আগামী সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। তিনি হবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪০তম চেয়ারম্যান।

রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার তিনি সেখানে নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন।

রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ

নতুন চেয়ারম্যান সোমবার সকাল ১১ টায় দায়িত্বভার গ্রহণ করবেন। রবিবার রাত ৯টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছবেন বলে আশা করা হচেছ। বন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। চলছে এর জন্য প্রস্তুতিও। সাধারণত বিভাগীয় প্রধানরা নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ ও ‍পুরনো চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকেন। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি এবং স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুঁকির মধ্যে অনেকে নিরুৎসাহ বোধ করছেন সেখানে উপস্থিতিতে। অবশ্য, কর্মকর্তাদের উপস্থিতির ব্যাপারে এখনও কোন সার্কুলার ইস্যু হয়নি।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন যে ১৩ তারিখে নতুন চেয়ারম্যান হিসেবে রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ-এর দায়িত্বভার গ্রহণের সম্ভাবনা রয়েছে।

শেখ আবুল কালাম আজাদ এখানে রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ-এর স্থলাভিষিক্ত হচ্ছেন। জুলফিকার আজিজ ২০১২ সাল থেকে চট্টগ্র্রাম বন্দরে। এখানে যোগদান করেন সদস্য ( প্রকৌশল ) হিসেবে। ২০১৮ সালের ২৯ জানুয়ারি তিনি চেয়ারম্যান পদে আসীন হন। তখন তিনি ছিলেন কমডোর পদমর্যাদার। চেয়ারম্যানের দায়িত্ব নেবার প্রায় ১১ মাস পর রিয়ার এডমিরাল পদে উন্নীত হন।