শাওন আজহার
চট্টগ্রাম: ইন্টারনেট জগতে ওয়াইফাই রাউটারের চাহিদা ব্যাপক। স্বাভাবিক সময়ে রাউটারের যে চাহিদা, চলমান করোনা মহামারীর সময়ে সে তুলনায় অনেক বেড়ে গেছে।
চট্টগ্রামের বৃহৎ ইলেকট্রিক ডিভাইসের মার্কেট শাহ্ আমানতের ব্যবসায়ীরা জানালেন, বর্তমানে রাউটারের চাহিদা প্রচুর। একইভাবে নগরীর অন্যান্য ইলেকট্রিকাল ডিভাইস মার্কেটগুলোতেও রাউটারের চাহিদা বৃদ্ধি পেয়েছে।
শাহ্ আমানত মার্কেটে ওয়াইফাই রাউটারের ডিলারের দোকান সারগাম কম্পিউটারের মালিক মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, করোনার কারণে রাউটারের বিক্রয় বৃদ্ধি পেয়েছে, তবে লকডাউন চলাকালীন সময়ে যে পরিমাণ রাউটার আমরা বিক্রয় করতে পেরেছি বর্তমানে বিক্রয়ের পরিমাণ সে তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে। এরপরেও রাউটার ব্যবসা জমজমাট। লকডাউনে রাউটার আমদানি বন্ধ ছিল। মজুদকৃত রাউটারগুলো যেগুলোর দাম ৩০০০ হাজার টাকার অধিক সেগুলো আমরা গড়ে ৫০০/৬০০ টাকা অধিক দামে বিক্রি করেছি।
কোন কোন ব্রান্ডের রাউটার চাহিদা বেশি জানতে চাইলে তিনি বলেন, টিপিলিংক,টেনডা,আসুস , এম আই ইত্যাদি ব্রান্ডের রাউটারের চাহিদা বেশি। টিপিলিংক মানভেদে ১০০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত দামের রয়েছে, টেন্ডার দাম ১,২৫০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত , আসুস ১,৯০০ থেকে ১১,০০০ টাকার মধ্যে রয়েছে। বর্তমানে আসুস ব্রান্ডের রাউটার আমদানি বন্ধ রয়েছে।
রাউটার ব্যবসায়ীরা জানান, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে, এরফলে ইন্টারনেট সংযোগসমূহের সাথে সাথে ওয়াইফাই রাউটারের চাহিদাও বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট রাউটারের ক্রেতাদের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের সংখ্যাটাই বেশি। এদের পাশাপাশি অন্যান্য পেশার ক্রেতারাও রাউটার ক্রয় করতে আগ্রহী।
আর এইচ কম্পিউটারের সত্ত্বাধিকার মোহাম্মদ সেলিম চৌধুরী বলেন, রাউটারের পাশাপাশি আমাদের অন্যান্য ডিভাইস থাকলেও ওয়াইফাই রাউটারের চাহিদা বরাবর বেশি। ইন্টারনেট জগতে রাউটারের চাহিদা বেশি থাকবে এটাই স্বাভাবিক। তবে করোনাকালে ইন্টারনেট ব্যবহারের চাহিদা বেশি থাকায় রাউটারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।
ওয়াইফাই রাউটার কিনতে আসা একজন শিক্ষার্থী বললেন, লকডাউন চলাকালীন রাউটারের মূল্য বিশেষ করে বিভিন্ন ব্রান্ডের যে সকল রাউটার ৩০০০ টাকার অধিক সেগুলোর দাম গড়ে ৫০০ টাকা বেড়েছে। তাই লকডাউনের সময় রাউটার কেনা হয়নি। আজকে রাউটার কিনতে এসে জানলাম দাম কিছুটা কমেছে তাই রাউটার টিপিলিংকের রাউটার কিনলাম।