Home Second Lead ট্রাম্প বরখাস্ত করলেন প্রতিরক্ষা সচিবকে

ট্রাম্প বরখাস্ত করলেন প্রতিরক্ষা সচিবকে

মার্ক এসপার

বিজনেসটুডে২৪ ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করা হয়েছে।

গদি ছাড়ার আগে ফের একবার ক্ষমতার দম্ভ দেখিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।

প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পাচ্ছেন ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলার।

ডোনাল্ড ট্রাম্প সোমবার টুইট করে এসপারকে বরখাস্ত করার কথা জানিয়েছেন। টুইটে লিখেছেন, মার্ক এসপারের সময় ফুরিয়েছে।  প্রতিরক্ষা সচিবের সঙ্গে ট্রাম্পের মন কষাকষির খবর আগেই সামনে এসেছিল। এমনও শোনা গিয়েছিল, এসপার নাকি নিজেই পদত্যাগের জন্য তৈরি হচ্ছেন।

পেন্টাগনে গত চার বছর ধরে দায়িত্ব সামলেছেন মার্ক এসপার। এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিম জিম ম্যাটিসের সঙ্গেও ট্রাম্পের মতবিরোধ হয়। সে কারণে পদত্যাগ করেছিলেন তিনি।

ট্রাম্প আমলে  মার্কিন প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্তা হয় পদত্যাগ করেছেন, না হয় তাঁদের বরখাস্ত করা হয়েছে।

মার্কিন সন্ত্রাস দমন সংগঠনের প্রধান ক্রিস্টোফার মিলার। ৩১ বছর ছিলেন সেনাবাহিনীতে। ২০০১ সালে আফগানিস্তানে সন্ত্রাস দমনে এবং ২০০৩ সালে ইরাকে নিযুক্ত মার্কিন স্পেশাল ফোর্সে ছিলেন তিনি। ২০১৮-১৯ সালে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে ছিলেন মিলার।