Home First Lead বাবুনগরী-মামুনুল-ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বাবুনগরী-মামুনুল-ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • পিবিআইকে তদন্তের নির্দেশ

বিজনেসটুডে২৪ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়েছে আদালত।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক সোমবার সকালে আদালতে পৃথক দুটি মামলার আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলা দুটি আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম প্রথম মামলাটির আবেদন করেন। আরজিতে বাবুনগরী, মামুনুল হক এবং ফয়জুল করিমকে আসামি করা হয়েছে।

অন্য  মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক। তাতে আসামি করা হয়েছে কেবল মামুনুল হককে।

তিনটি অনুষ্ঠানে বাবুনগরী, মামুনুল হক এবং ফয়জুল করিম বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।

এরই মধ্যে শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. জিশান মাহমুদ রবিবার বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।