বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বুধবার বিকেল থেকে বন্দরে জাহাজ চলাচল শুরু হয়েছে। নির্ধারিত সব জাহাজ নোঙর ছেড়ে গেছে এবং জেটিতে ভিড়েছে।
ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় জাহাজ যাতায়াত বন্ধ ছিল সকাল থেকে। বন্দর সূত্র জানায়, প্রথম জোয়ারে ৫টি জাহাজ জেটি ছেড়ে যাওয়ার এবং একই সংখ্যক জাহাজ বহির্নোঙর থেকে জেটিতে আসার কর্মসূচি ছিল। বিকেলের জোয়ারে সেগুলো যাতায়াত করেছে।
প্রতিবছর শীত মওসুমে ঘন কুয়াশায় বিপর্যয় ঘটে জাহাজ চলাচলে। ২৪ ঘণ্টা জাহাজ চলাচল করে না চট্টগ্রাম বন্দরে। কেবল জোয়ারের সময় জাহাজ যাওয়া আসা করে। আর এ সময়ে দৃষ্টিসীমা কুয়াশার কারণে সীমিত হয়ে পড়লে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পাইলটরা জাহাজ আনা নেয়া করেন না।