Home আইন-আদালত ৫০ হাজার ইয়াবা উদ্ধার লেদা সীমান্তে

৫০ হাজার ইয়াবা উদ্ধার লেদা সীমান্তে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার:  টেকনাফের লেদা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে লেদা লামার পাড়ার লবণ মাঠে অবস্থান নেয়। নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে বিজিবি সদস্যরা কিছুক্ষণ পর একজন দুষ্কৃতিকারীকে ঘন কুয়াশার মধ্যদিয়ে গ্রামের দিকে আসতে দেখে। তাকে ধরার জন্য বিজিবি সদস্যরা সামনে অগ্রসর হলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার মধ্যে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

উদ্ধার ইয়াবাসমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।