সাভারে কৃষি জমির পাশে এবং নদীর তীর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গেন্ডা মহল্লায় এ অভিযান চালানো হয়। এছাড়া এসব ইট ভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটার মধ্যে মেসার্স চাঁন মিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, তিশা ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স মধুমতি সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স মাসুম সুপার ব্রিকসকে ৫ লাখ টাকা এবং কর্ণফুলী ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকসুদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং টিম রয়েছে তারা নিয়মিত ইটভাটাগুলো পরিদর্শন করেন। কোনো ইটভাটার বিরুদ্ধে অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।