শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হলো যাত্রীর ব্যাগেজ থেকে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানেকটিং ফ্লাইটের (বিজি-৪১৭) যাত্রী মো. রাশেদুল করিমের ব্যাগেজ থেকে আজ এই সিগারেট উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ইজি লাইট ব্রান্ডের ২১৭ কার্টন এবং থ্রি জিরো থ্রি ব্রান্ডের ৪৪ কার্টন সিগারেট রয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিমের কাছে এই চালানের ব্যাপারে আগাম খবর ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটা ৪০ মিনিটে বিমানের ফ্লাইটিটি এসে পৌঁছে। রাশেদুল করিম ছিলেন এর যাত্রী। তার ব্যাগেজে তল্লাশি চালিয়ে এই সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক আইনে ব্যবস্থা নেয়ার জন্য কাস্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে সিগারেটের চালানটি। রাশেদুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
মঙ্গলবারও শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে আসা যাত্রী রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ইজি লাইট ব্রান্ডের ১৬৭ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছিল।
বিজনেসটুডে২৪