কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও নির্যাতনের ঘটনাস্থলের আশেপাশের দু’টি সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি’র গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানান।
জানান, ধর্ষণের ঘটনাস্থল থেকে দু’টি সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজ দেখে তদন্ত কাজ চালানো হবে। আশা করছি এর মাধ্যমে আমরা অপরাধীকে খুঁজে পাব। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগের কাছে সোমবার (৬ জানুয়ারি) হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর কুর্মিটোলায় রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাচ্ছিলেন ওই ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে তিনি কুর্মিটোলায় বাস থেকে নামার পর এক ব্যক্তি তার মুখ চেপে পাশের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়।
বিজনেসটুডে২ে৪ ডেস্ক