বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
চট্টগ্রাম: চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারে স্কুলের সংখ্যা বাড়লেও এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম বোর্ডের অধীনে এবারে স্কুলের সংখ্যা বেড়েছে ১৮টি। গত বছরে স্কুল ছিল ১৩০টি। আর এবারে ১৪৮টি। তা সত্ত্বেও গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম।
গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৮৬৭ জন। এবারে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০ জন পরীক্ষার্থী। অর্থাৎ গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী ৫ হাজার ৭৭৭ জন কম। কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিল তারা এবারে এসএসসি দিচ্ছে। সে বছরে জেএসসিতে পাশের হার ছিল কম। সম্ভবত একারণে এবারে পরীক্ষার্থী কমেছে।