Home চেম্বার ৩য় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ সম্পন্ন

৩য় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ সম্পন্ন

বিজনেসটুডে২৪

চট্টগ্রাম: ৩য় চিটাগাং আইটি ফেয়ার-২০২০ সোমবার সম্পন্ন হয়েছে।

চিটাগাং চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) যৌথভাবে এর আয়োজন করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

৩দিনের এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সোসাইটি অব আইটি প্রফেশনালস’র সভাপতি আবদুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে আইটির কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটালাইজেশন করার যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন বিশ্বে আজ বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মধ্যম আয়ের দেশ থেকে আমরা আজ যে উন্নত রাষ্ট্রের লক্ষ্য নিয়ে ধাবিত হচ্ছি তাতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অবদান সত্যিই প্রশংসার দাবি রাখে। মাহবুবুল আলম আইটি জোন স্থাপনের মাধ্যমে শিল্প ও বন্দর নগরী চট্টগ্রাম একটি সত্যিকারের আইটি হাব হিসেবে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন। তিনি মেলার যৌথ আয়োজক এসসিআইটিপি, মেলার টেকনোলোজি পার্টনার আমরা নেটওয়ার্ক, সিলভার স্পন্সর ওয়ালটন, সেমিনার পার্টনার সফোজসহ সকল অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সোসাইটি অব আইটি প্রফেশনালস’র সভাপতি আবদুল্লাহ ফরিদ তাঁর বক্তব্যে ৩ দিনের এ মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠানদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও অংশগ্রহণ করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি