বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নতুন করোনা শনাক্তের ৫৮ ভাগই রাজধানীর। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৩৪৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৮৩৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত মোট শনাক্ত ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। দৈনিক শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন এই সংখ্যা ছিল ২৩ দশমিক ৮৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এই হিসেবে করোনার শনাক্ত ও মৃত্যু ধীরে ধীরে কমছে।
দেশে ৮৬৮টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪৭ টি নমুনা সংগ্রহ এবং ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৪০৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।