Home Second Lead রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারী খুন

রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারী খুন

মধ্যস্থতাকারি

বিজনেসটুডে২৪ ডেস্ক

খুন হয়েছেন রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী। ডেনিস কিরিভ ইউক্রেনের বাসিন্দা। রাশিয়া এবং ইউক্রেনের শান্তি বৈঠকে তিনিই দুই দেশের মধ্যস্থতা করেছিলেন। কিন্তু সম্প্রতি তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারই এই কাজ করেছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ খুন করা হয়েছে কিরিভকে।

 

Rockets kill 70 Ukrainian soldiers, huge Russian column approaches Kyiv | Prothom Alo

 

 

রাশিয়ার দাবি, ইউক্রেনের সরকারই এই কাজ করেছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ খুন করা হয়েছে কিরিভকে।

Trending news: Shock to Russia-Ukraine talks, murder of Ukrainian negotiator Denis Kreev on charges of treason - Hindustan News Hub

 

এদিকে ডেনিস কিরিভের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক রাজনীতি আন্দোলিত। যুদ্ধ নয়, শান্তিই চান সক্কলে। সেই শান্তি স্থাপনের বৈঠকে রফাসূত্র আনতে চাওয়া মানুষটিকে যদি এভাবে মরতে হয় তবে এই যুদ্ধের ভবিষ্যত কী, প্রশ্ন উঠেছে সেই নিয়েও।

ইউক্রেনের মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। বলা হয়েছিল মারিউপোল থেকে নিরীহ সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে ইউক্রেন। তবে সেই যুদ্ধবিরতি মানা হয়। উদ্ধার অভিযানের মাঝেই ফের শুরু হয় রাশিয়ার গোলাগুলি। বাধ্য হয়ে ফের বাঙ্কারে ফিরতে হয় মানুষকে।

 

Gunfire and explosions reported in Kyiv as Ukraine's leader accuses Putin of waging "war against Europe"

এর আগে রাশিয়া দাবি করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি পোল্যান্ডে আস্রয় নিয়েছেন। কিন্তু রাশিয়ার সেই দাবি উড়িয়ে দিয়ে কিভে নিজের অফিসে বসেই ভিডিও বার্তা দিয়েছেন জেলেনস্কি। তবে শান্তি বৈঠকের মধ্যস্থতাকারীর মৃত্যু নিয়ে চাপানউতোর চলছেই।