Home Second Lead রাতে কুয়াশার বিপত্তি, পুটনাম বন্দর ছেড়েছে সকালে

রাতে কুয়াশার বিপত্তি, পুটনাম বন্দর ছেড়েছে সকালে

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: একের পর এক বিপত্তি লেগেই ছিল লাইবেরিয় পতাকাবাহী জাহাজ পুটনাম এর। সোমবার রাতেও নোঙর তুলতে পারেনি।

জাহাজটি নোঙর ফেলেছিল চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ( এনসিটি ) ৪-এ। আমদানি পন্যবোঝাই কন্টেইনার খালাস এবং রপ্তানি পণ্যের কন্টেইনার তোলার পর সোমবার সকালে বন্দর ছেড়ে যাওয়ার কর্মসূচি ছিল পুটনাম-এর। ৩টি গ্যান্ট্রিক্রেনে সেভাবে কন্টেইনার উঠানো-নামানোর কাজ চলছিল। শনিবার রাত ৯টা ২০ মিনিটে ওয়্যার ছিঁড়ে বিকল হয়ে পড়ে একটি ক্রেন। তাতে ব্যাহত হয় কন্টেইনার হ্যান্ডলিং। প্রায় ৩৮ ঘণ্টা লেগে যায় ক্রেনটি সচল করতে।

স্থানীয় এজেন্ট বিএস কার্গো এজেন্সি লিমিটেডের জেনারেল ম্যানেজার এম খায়রুল ইসলাম জানান,  সোমবার সকালে জাহাজটি ফিরে যেতে পারেনি। রাত ১০টায় জেটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়। সব ঠিকঠাক। বন্দরের পাইলটও উঠে যান জাহাজে পথ দেখিয়ে নেয়ার জন্য। এ সময়ে বিপত্তি শুরু হয় ঘন কুয়াশার। দৃশ্যমানতা একেবারে সীমিত হয়ে পড়ে । তাই নেমে যান পাইলট। যাত্রা আটকে যায় তাতে। আবার অপেক্ষা মঙ্গলবার দিনের প্রথম জোয়ারের জন্য।

আজ সকাল সাড়ে ১০ টায় এনসিটি-৪ ছেড়ে গেছে নিরাপদে।