Home Second Lead ধান সংগ্রহে কোন দুর্নীতি সহ্য করা হবে না: খাদ্যমন্ত্রী

ধান সংগ্রহে কোন দুর্নীতি সহ্য করা হবে না: খাদ্যমন্ত্রী

 

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে রাহাদ হাসান মুন্না: ধান সংগ্রহকালে কোন রকম দূর্নীতি বা অনিয়ম সহ্য করা না। নিয়মানুসারে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। ভালো মানের ধান সংগ্রহ করা সহ ধানে যেন কোন রকম ভাঙ্গা,বিবর্ণ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সোমবার (১৬ মে) দুপুরে তাহিরপুর খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড.নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মো. রায়হানুল কবির, পরিচালক (চলাচল, সংরক্ষণ ও সাইলো) মো.জামাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (সিলেট) মো. মাইন উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির, তাহিরপুর পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. শাহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার প্রমুখ।