- সচিবালয়ে নৌ প্রতিমন্ত্রীর সাথে সিটি প্রশাসকের সাক্ষাৎ
- জাতীয় অর্থনীতির স্বার্থে প্রয়োজন চট্টগ্রাম নগরীর উন্নয়ন: সিটি প্রশাসক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর উন্নয়নে বন্দর এবং সিটি কর্পোরেশনের একটি যৌথ ওয়ার্কিং কমিটি থাকবে এবং বিভিন্ন উন্নয়ন কাজ কিভাবে হবে তা এই কমিটি ঠিক করবে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বুধবার তাঁর সচিবালয় অফিসে চট্টগ্রামের সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের সাক্ষাতকালে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী চট্টগ্রাম নগরীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থান, তার বেনিফিসিয়ারি হচ্ছে চট্টগ্রাম বন্দর। আর চট্টগ্রাম বন্দরের প্রধান বেনিফিসিয়ারি বাংলাদেশের অর্থনীতি। তাই দেশের অর্থনীতির স্বার্থে প্রয়োজন চট্টগ্রাম নগরীর উন্নয়ন। আগামীতে আঞ্চলিক কানেক্টিভিটির কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। তাই দরকার এই বন্দর শহরের পথঘাট, চলাচল ব্যবস্থার উন্নয়ন হওয়া। নতুবা ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। নগরীর উন্নয়নে নৌ মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।