Home First Lead চট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ দিন: সিটি প্রশাসক

চট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ দিন: সিটি প্রশাসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন চট্টগ্রামে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। আশা করেন, চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. ঠিকাদার সমিতি নেতৃবৃন্দের কাছে থেকে সোমবার স্মারকলিপি গ্রহণকালে সিটি প্রশাসক আরও বলেন, নতুন আবাসিক গ্যাস সংযোগের জন্য চট্টগ্রামবাসী বহুদিন ধরে হাহাকার করছে। প্রশাসক এর দায়িত্ব পাওয়া পূর্ব হতেই আমি আবাসিক গ্যাস সংযোগ প্রদানের জন্য আমি সোচ্চার ছিলাম। বিভিন্ন সময়ে আমি আবেদন নিবেদনসহ আন্দোলন করেছি । কিন্তু দুঃখের বিষয় চট্টগ্রামে গ্যাস স্বল্পতা নিরসনকল্পে এলএনজি সরবরাহ নিশ্চিত করা হলেও পঁচিশ হাজারেরও  অধিক অপেক্ষামান আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ প্রদান করা হয়নি।

স্মারকলিপি তুলে দিচ্ছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. ঠিকাদার সমিতি,চট্টগ্রাম

প্রশাসক বলেন,  বিভিন্ন মহল বার বার সিলিন্ডার গ্যাস ব্যবহারের উপর জোর দিয়ে আসছে। অথচ  সিলিন্ডার গ্যাস অনেক সময় আবাসিকের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিক লাইনের গ্যাস সংযোগ ব্যবহারে নিরাপদ ।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন চৌধুরী, হারুন সাহেদ, দেলোয়ার হোসেন দুলাল, বায়েজিদ হোসেন ঢালী, ফারুক আকবর, নুরুন নবী, মো. জহিরুল ইসলাম জহির, আবুল বশর, দেবপ্রিয় চৌধুরী সানু, ইয়াহিয়া বকুল উপস্থিত ছিলেন।