Home আগরতলা মৈত্রী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ

মৈত্রী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে মঙ্গলবার মৈত্রী সেতুর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

আগরতলা ( ত্রিপুরা ): মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে মঙ্গলবার ভারত-বাংলা মৈত্রী সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

নির্মাণ কাজ সরেজমিনে দেখতে গিয়ে এই  নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সেতুটি তৈরি হলে চট্টগ্রাম বন্দরের সাথে যোগাযোগ হবে সহজতর। দূরত্ব কমবে প্রায় ৬৫ কিলোমিটার।

বিপ্লব কুমার দে মঙ্গলবার পরিদর্শনকালে নির্মাণ কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

ফেনী নদীর ওপর এই সেতুটি চালু হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য, পর্যটনসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে । অন্যদিকে, সেভেন সিস্টারস খ্যাত  উত্তরপূর্বাঞ্চলীয় ৭টি অনুন্নত রাজ্যের ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে ভারতের তৎকালীন  প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বৈঠকে রামগড়- সাব্রুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে ২০১৫ সালের ৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেনী নদীর ওপর নির্মাণাধীন  বাংলাদেশ ভারত মৈত্রী সেতু-১ নামে  সেতুটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

রামগড়- সাব্রুম স্থল বন্দর চালুর লক্ষ্যে সীমান্তবর্তী ফেনী নদীর ওপর মৈত্রী সেতু-১ নির্মাণ কাজের জন্য ২০১৭ সালের এপ্রিলে আগরওয়াল কনস্ট্রাকশন নামে গুজরাটের একটি প্রতিষ্ঠানকে ঠিকাদার নিযুক্ত করে ভারতের ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) সংস্থাটি ।  ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৪১২ মিটার দৈর্ঘ্য ও ১৪ দশমিক ৮ মিটার  প্রস্থের দুই লেন বিশিষ্ট এক্সটা ডোজড, ক্যাবল স্টেইড আরসিসি মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুরু করে ২০১৭ সালের নভেম্বরে।