- চলাচল ও হাঁটা কষ্টকর
- মেরামতে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বললেন, নগরীর রাস্তা দিয়ে চলাচল ও হাঁটা কষ্টকর হয়ে পড়েছে। স্বাভাবিক যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে এবং নাগরিক দুর্ভোগ চরমে উঠেছে। প্রায় ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত।
এতে বলা হয়, ভারি বর্ষণ ও জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের অধিকাংশ সড়কের বেহাল অবস্থা। নগরীর বেশির ভাগ সড়কই ভরে গেছে খানাখন্দে। অনেক এলাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবেলা চট্টগ্রামবাসীর নিয়তি। এর মধ্যে রাস্তায় খানাখন্দ দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বেশির ভাগ প্রধান সড়কের পিচ, ইট, সুরকি উঠে গেছে। নগরীর সল্টগোলা ক্রসিং, বন্দর কাস্টমস ও জাকির হোসেন রোড, দুই নম্ব^র গেট, মুরাদপুর, আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর, চকবাজার,কোতোয়ালি-ফিরিঙ্গি বাজার, আন্দরকিল্লা, অক্সিজেন, বিমানবন্দর সড়ক ও কাপ্তাই রাস্তার মাথাসহ বেশির ভাগ প্রধান সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রশাসকের গঠিত টীম দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিয়মিত মেরামতের অংশ হিসেবে অস্থায়ীভাবে এসব সড়কে মেরামতের কাজ চলমান রয়েছে। ফকিরহাট, কালা মিয়া বাজার, বহদ্দারহাট ফ্লাইওভার, এফআইডিসি রোড, সল্টগোলা ক্রসিং, বন্দর কাস্টমস ও জাকির হোসেন রোডে সংস্কার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে স্থায়ীভাবে সংস্কার কাজ শুরু করা হবে।
চলমান প্যাচওয়ার্ক কাজ তরান্বিত করতে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতার জন্য প্রশাসক নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।