Home Second Lead শিপিং ব্যবসায়ী হাসান মাহমুদ লড়ছেন করোনার সাথে

শিপিং ব্যবসায়ী হাসান মাহমুদ লড়ছেন করোনার সাথে

হাসান মাহমুদ চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বিশিষ্ট শিপিং ব্যবসায়ী, দানবীর হাসান মাহমুদ চৌধুরী করোনার থাবায় বিধ্বস্ত। প্রতিনিয়ত তিনি যুদ্ধ করছেন করোনার সাথে। রাজধানীতে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা করোনা আগস্টের শেষ সপ্তাহে বাসা বাঁধে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি , কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরীর শরীরে। সিটি কর্পোরেশনের সেবকদের ইউনিফর্মের জন্য ২০ লাখ টাকা অনুদান হস্তান্তরসহ আরও বেশকিছু সেবামূলক কার্যক্রমে গিয়েছিলেন চট্টগ্রামে। পারিবারিক সূত্র জানায়, সে সময়ে তাঁর শরীরে করোনা ঘাপটি মেরে সুপ্ত অবস্থায় ছিল। লক্ষণ প্রকাশ পেতে ফিরে আসেন রাজধানীতে। করোনা পজেটিভ হওয়ার পর থেকে আইসোলেশনে তিনি। সিটি স্ক্যান করানো হয়েছে। ফুসফুসে ক্ষতি ধরা পড়েছে।

হাসান মাহমুদ চৌধুরীর অসুস্থতার সংবাদে দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে দোআ ও মিলাদ মাহফিল হয়েছে আশু রোগমুক্তি কামনায়।

পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও হিতাকাঙ্খীদের  কাছে  দোআ কামনা করা হয়েছে হাসান মাহমুদের সুস্থতার জন্য।