বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।
২০১৯ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। তালিকাভুক্তির প্রথম বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত দেশের পুঁজিবাজারে ইতিহাসে বিরল ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স জানিয়েছে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪ পয়সায়।
নিট মুনাফা থাকার পরও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়া প্রসঙ্গে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম সাইদুর রহমান গণমাধ্যমক বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে। এর যৌক্তিকতা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৯ সালের হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের কোন অংশগ্রহণ কোম্পানিতে ছিলনা। এছাড়া লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত করোনা পরিস্থিতিতে কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করবে, যা প্রকারান্তে ভবিষ্যতে শেয়ারহোল্ডারদেরই মুনাফা হবে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন গত ২৪ আগস্ট শুরু হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের জন্য শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়েছে।