Home Second Lead হোয়াটস অ্যাপে সমস্যা জানান, ঘণ্টার মধ্যে সমাধানের উদ্যোগ: সুজন

হোয়াটস অ্যাপে সমস্যা জানান, ঘণ্টার মধ্যে সমাধানের উদ্যোগ: সুজন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, নগরবাসী যে কোন সমস্যার ব্যাপারে হোয়াটস অ্যাপে জানালে এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার আগ্রাবাদ ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট-বেপারীপাড়া হতে শুরু হয়ে বড়পোল, নিমতলা পর্যন্ত দীর্ঘ ৬ কিলোমিটার পথ স্কুটি চালিয়ে ক্যারাভান কার্যক্রম পরিচালনা করার সময় একথা বলেছেন।  আরো বলেন, নগরবাসীর সমস্যা ও দুর্ভোগ সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়ার জন্য ও জনসম্পৃক্ততা রক্ষায় ক্যারাভান কর্মসূচী চলছে। ক্যারাভান ক্রমেই জনতার আস্থার কর্মসূচীতে পরিণত হয়েছে।

প্রশাসক টিএন্ডটি কলোনীর সামনে ফুটপাতের উপর গড়ে উঠা অবৈধ কাঁচা বাজার দেখে ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে কিছু অংশ ভেঙ্গে দেয়া হয় এবং বৃহস্পতিবার থেকে এই বাজার আর না বসানোর জন্য সতর্ক করে দেন। অন্যথায় জরিমানা ও উচ্ছেদের আওতায় আনা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

তিনি এক্সেস রোড ও বড়পুল এলাকায় বেশ কিছু জায়গায় ফুট পাত ও রাস্তা দখল করে ইট, বালি, পাথরের অবৈধ ব্যবসায়ীকে জরিমানা ও আগামী ২৪ ঘন্টার মধ্যে মালামাল সরানোর নির্দেশনা দেন।

ফুটপাতের উপর অবৈধভাবে পানির ভাউচার ও ড্রাম রেখে  মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারিদের  উদ্দেশ্যে প্রশাসক বলেন, মানুষের চলার পথে কাটা হবেন না। আজ বলে যাচ্ছি কাল থেকে আর ছাড় নয়।

এসময় স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী,  প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দীকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ উপস্থিত ছিলেন।