বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, মসলিন ক্যাপিটাল এর সিইও এবং শেয়ারবাজার বিশেষজ্ঞ ওয়ালি-উল-মারুফ মতিন আর নেই।
রবিবার সকালে (২০ সেপ্টেম্বর) মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১ সেপ্টেম্বর করোনার উপসর্গ নিয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ‘নেগেটিভ’ আসে। তবে সে সময় তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। এরপর প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
শনিবার ফের তার শারীরিক জটিলতা দেখা দিলে রাজধানীর ল্যাবএইড হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বাদ আছর গ্রামের বাড়ি মেহেরপুরে তার মরদেহ দাফন করা হবে।
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷
রকিবুর রহমান বলেন, ওয়ালি-উল-মারুফ মতিন একজন শেয়ারবাজারবান্ধব ব্যক্তিত্ব ছিলেন। তিনি দীর্ঘদিন শেয়ারবাজারের সাথে জড়িত থেকে দেশ-বিদেশে তার কর্মের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷