Home Third Lead দু’দিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি

দু’দিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি

দুদিনের তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি। ছবি: এম জে আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দু’দিনের মৃদু তাপদাহের পর বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

রবিবার (২০সেপ্টেম্বর) দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সকাল থেকে চলেছে রোদ আর মেঘের লুকোচুরি।

এর আগে ‍গত দুদিনে তাপতাহে পুড়তে হয়েছে মানুষকে। রীতিমতো গ্রীষ্ণের তাপ অনুভব করেছে নগরবাসি। তবে শনিবার রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসে। রবিবার সকাল গড়িয়ে দুপুর হতে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে।

এদিকে আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে সপ্তাহের অন্য দিনগুলোতে বৃষ্টির আভাস মিলেছে।

অধিদপ্তর বলছে, ঢাকা, রাঙ্গামাটি, বগুড়া, সিরাজগঞ্জ, মোংলা, যশোর, বরিশাল, ফেনী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে।

দেশজুড়ে দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি হ্রাস পেতে পারে, কখনও রাতেও তাপমাত্রা কমে আসতে পারে।

রবিবার সকাল  থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকা, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক এলাকা ছাড়াও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টির বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে কোথাও মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পরে।