Home শেয়ারবাজার ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা

৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা

জেড ক্যাটাগরির কোম্পানি নিয়ে বিএসইসি-র নতুন নিয়ম জারি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ন্যূনতম দুই শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছে।

পদশূন্য হওয়া পরিচালকরা হলেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক সোহাইল হুমায়ুন; ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রাতিষ্ঠানিক পরিচালক পাইওনিয়ার ড্রেসেস লিমিটেড; ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের মো. লোকমান চৌধুরী; ইনটেক লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম, সাদিকা মাহবুব ও আনিসুজ্জামান; মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শারমিন নাসির ও দিলরুবা শারমিন; মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শফিক আহমেদ, আজাদ মোস্তফা, আজিজ মোহাম্মদ এরশাদ উল্লাহ, ফারহানা ইসলাম সোনিয়া ও সাদ কাদির বিন সোলাইমান; প্রভাতি ইন্স্যুরেন্সের হাবিব ই আলম চৌধুরী ও বদলুর রহমান; পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালক মোহাম্মদ ইকবাল ও ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক শাহিনুর আলম।

সিকিউরিটিজ আইনের বিশেষ ক্ষমতাবলে রবিবার ১৭ পরিচালকের পদ শূন্য করে আদেশ জারি করেছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। শূন্য ঘোষণা করা ১৭ পরিচালকের পদ  ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শর্তে পূরণ করারও নির্দেশ দেওয়া হয়েছে ৯ কোম্পানিকে। যাদের সংশ্লিষ্ট কোম্পানির ২ শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে এমন শেয়ারহোল্ডারদের  মধে্য থেকে নিয়োগ দিতে হবে জানানো হয়েছে।

গত ২ জুলাই তালিকাভুক্ত ২২ কোম্পানির ৬১ জন পরিচালককে ৪৫ কার্যদিবসের মধ্যে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণে আলটিমেটাম দিয়েছিল এসইসি। কমিশনের আলটিমেটাম পাওয়ার পর ২৫ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ করেছেন। ১৯ জন পরিচালক পদত্যাগ করেছেন। আর ১৭ জন পরিচালক ২ শতাংশ শেয়ার ধারণ কিংবা পর্ষদ থেকে পদত্যাগ কোনোটাই করেননি। এখন এ পরিচালকদের পদ শূন্য ঘোষণা করা হলো।