নগরবাসীর দুর্ভোগ কমিয়ে সিটি করপেোরেশনের কাজের অগ্রগতি বৃদ্ধিতে গণসাক্ষাৎকার কর্মসূচি হাতে নিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন।
এ লক্ষ্যে মঙ্গলবার (২২সেপ্টেম্বর) আন্দরকিল্লায় করপোরেশনের পুরাতন ভবনের সামনে কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচিতে ২৪ ব্যক্তির ও প্রতিষ্ঠান গণসাক্ষাৎকার নেন।
এর মাধ্যমে নগরবাসীর হৃদয়ে কাছাকাছি যাওয়ার পাশাপাশি করপোরেশনের অনিয়ম, গাফিলতি ও অব্যবস্থাপনা বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করেন সুজন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আমি নগরবাসীর কষ্ট লাগবে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে তাদের কাছাকাছি গিয়ে বক্তব্য শুনে ব্যবস্থা নিচ্ছি। এর মাধ্যমে চসিকের সাথে সাধারণ জনগণের সম্পর্ক গড়ে উঠবে।
গণসাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাইয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন সুজন।-সংবাদ বিজ্ঞপ্তি