বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ভেজাল দুধ, ভেজাল ঘিয়ের খবর অহরহ পাওয়া যায়। এবার খোঁজ মিলল রান্নার ভেজাল গুঁড়ো মশলা তৈরির কারখানার।
র্যাব জানিয়েছে, কিশোরগঞ্জের ভৈরবে ওই কারখানার খোঁজ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫০ বস্তা ভেজাল মশলা আর তা তৈরির বিভিন্ন উপকরণ। ক্ষতিকর রাসায়নিক এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল মশলা।
ভৈরব শহরের লঞ্চঘাট এলাকায় মেঘনা মশলা কারখানায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় অভিযানটি পরিচালিত হয়।
র্যাব জানায়, গোপন সংবাদে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প কামান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যুবায়ের এবং সহকারী পরিচালক বেলায়েত হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল মেঘনা মশলা কারখানায় অভিযান চালায়। এসময় ৫০ বস্তার বেশি ভেজাল মরিচ, হলুদ, ধনিয়া জব্দ করা হয়।
এসময় র্যাব দেখতে পায় নিম্নমানের মরিচে লাল কুড়া মিশিয়ে সিঁদুর দিয়ে রং করা হয়। হলুদে নষ্ট চাউলের গুঁড়া বা এ্যাংকরের গুঁড়া মেশানো হয়। ভেজাল দিয়ে বানানো হয় এক নম্বর মশলা। আর এসব মশলা পাঠানো হয় বৃহত্তর সিলেট ও হাওর অঞ্চলে।
র্যাব কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক আবুল হাসেম ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ভৈরব থানায় হস্তান্তর করা হবে। কারণ একই অপরাধে আবুল হাসেমকে আরও দুইবার আটক করা হয় তখন তিনি বিরাট অঙ্কের জরিমানা দিয়ে ছাড়া পান।