ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে একদল চিকিৎসককে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক মুম্বই এসেছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তবে তিনি জানিয়েছেন, লতাজির শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে। অবশ্য তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে বিশেষ কিছু জানানো হয় নি। গত ১১ই নভেম্বর মধ্যরাতে প্রবল শ্বাসকষ্টের জন্য লতা মঙ্গেশকরকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সুত্রে বলা হয়েছিল, তিনি ফুসফুসের সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। লতাজির অসুস্থতার সংবাদ জানার পর থেকে অনুরাগী এবং বলিউডের সকলে তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছেন। তবে এরই মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুসংবাদও ছড়িয়েছিল