Home Second Lead জিইসি মোড়ে বাসযাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

জিইসি মোড়ে বাসযাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ১ টাকার জন্য বাস থেকে লাথি মেরে যুবককে ফেলে দিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে  নগরীর জিইসি মোড়ে  মঙ্গলবার সকালে  মানববন্ধন করেন যাত্রী কল্যাণ সমিতি ও এলাকাবাসী।

ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় দাড়িয়ে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ। এ সময় তারা এ ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে নিহত জসিমের স্ত্রী ও সন্তান অংশ নেন।

শুক্রবার নগরীর জিইসি মোড়ে বাড়তি বাস ভাড়া আদায়ের প্রতিবাদ করায় জীবন দিতে হয়েছে এক বাস যাত্রীকে। এক টাকা বাড়তি ভাড়া কেন নেয়া হচ্ছে তা জানতে চাওয়ায় জসিম উদ্দিন নামে ওই যাত্রীকে লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়। এতে গুরুতর আহত যাত্রী জসিম উদ্দিনকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার বাস চালকের সহযোগী আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক রাকিব ও তার সহযোগী আরিফকে গ্রেফতার করে পুলিশ। নিহত জসিম উদ্দিন পটিয়ার ছনহরা ইউনিয়নের আলী নবীর ছেলে।