বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুষ্টিয়া: দৌলতপুরে বৃহস্পতিবার রাতে নুরুজ্জামান (৩৮) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ রাত ১০টার দিকে ফিলিপনগর দফাদার পাড়া গ্রামের মমিন দফাদারের বাড়ির টয়লেটের দরজা ভেঙে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করেছে। তিনি গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। খলিশাকুন্ডি ইউনিয়নের কামালপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে নুরুজ্জামান।
গ্রামীণ ব্যাংক হোসেনাবাদ শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিনের অভিযোগ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নুরুজ্জামান ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ে দফাদারপাড়ার ঋণ গ্রহীতা মোমিন দফাদারের স্ত্রী হীরা খাতুনের বাড়িতে যান। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ধরে মারধর করে এবং ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে টয়লেটে লাশ রেখে বাড়ির সবাই পালিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, গ্রামীণ ব্যাংকের এক কর্মী সকালে কিস্তি আদায়ে বের হয়ে আর ফিরে আসেনি এমন সংবাদ পেয়ে অনুসন্ধানে বের হয় পুলিশ। মমিন দফাদারের বাড়ির টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।