Home Second Lead চা গবেষণা কেন্দ্রের ৪ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

চা গবেষণা কেন্দ্রের ৪ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শ্রীমঙ্গল গবেষণা কেন্দ্রের ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে চা বোর্ড।

জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিম্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী  জিয়াউর রহমান জুয়েল শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রের কার্যাদেশ পেয়ে ২৭ লাখ টাকার মেরামত ও সংস্কার কাজ করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডে তিনি অভিযোগ করেছেন যে কাজ সম্পন্ন করে বিল পশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৬ লাখ টাকা ঘুষ দাবি করেন। তা না দেয়ায় তার বিল থেকে ১০ লাখ টাকা কেটে রাখা হয়েছে। এই অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে চা বোর্ড। বোর্ড সদস্য ( অর্থ ও বাণিজ্য ) ড. নাজনীন কাউসার চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইসমাইল হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব) সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী নয়ন হোসেন ও সহকারী ফ্যাক্টরি করণিক শফিকুল ইসলাম-এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদেরকে ৬ অক্টোবর চা বোর্ডের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির কাছে উপস্থিত হতে বলা হয়েছে।