Home First Lead পবিত্র ওমরাহ পালন শুরু

পবিত্র ওমরাহ পালন শুরু

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রায় ৭ মাস বন্ধ থাকার পর পবিত্র ওমরাহ পালন শুরু হয়েছে রবিবার (৪ অক্টোবর থেকে।

 স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ওমরা পালনের জন্য মসজিদুল হারাম এবং রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারতের জন্য মাসজিদে নববী খুলে দেয়া হয়েছে।

রবিবার হাজার হাজার মুসল্লিকে মাস্ক পরা অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে। এদের সবাই সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশি। আগামী ১৮ অক্টোবর থেকে প্রতিদিন আরও বেশি সংখ্যককে ওমরাহ পালনের অনুমতি দেয়া হবে। তবে, তাও কেবল সৌদি অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক বিদেশিদের জন্য।

নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়া পর্যন্ত সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থাকালীন মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় ২০ হাজার ওমরাকারী, ৬০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরা নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারত করতে পারবে।

ধীরে ধীরে বহিঃর্বিশ্বের ওমরাকারীরা ওমরা আদায়ের জন্য আসতে পারবে। তবে অবস্থা বুঝে কোন দেশে থেকে হাজিরা আসতে পারবেন সে বিষয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়ে দেবে।