বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগামি জানুয়ারিতে কালুরঘাট সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেতুুর প্রস্তাবিত নকশা নিয়ে নৌপরিবহন অধিদপ্তরের সাথে রেলওয়ের যে সংকট চলছে তা অচিরেই নিরসন হবে; বলেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) সকালে পায়ে হেঁটে কালুরঘাট সেতু পরিদর্শন করেন সুজন। পরে সাংবিদকের মুখোমখী হন।
২০১৮ সালে এ সেতুর ব্যয় ধরা হয়েছিল ১০০ মিলিয়ন ডলার। এখন সামান্য বাড়বে। এটি কোরিয়ান দাতা সংস্থা ও সরকার যৌথভাবে অর্থয়ান করবে।’
কালুরঘাট সেতু রেল কাম সড়ক সেতু হবে উল্লেখ করে নুরুল ইসলাম সুজন বলেন, সেতুটি নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা সভায় ব্যক্তিগতভাবে আলোচনা করি। আমি প্রধানমন্ত্রীর কাছে কোরিয়ার প্রস্তাবনা তুলে ধরি। তখন প্রধানমন্ত্রী আমাকে জানান, আলাদা সেতু নয়। সেতুটি হবে রেল কাম সড়ক সেতু।
মন্ত্রী বলেন, সেতুর ওপর হবে দুই লাইনের সড়ক। রেললাইনটি হবে ডুয়েলগেজের। সেতুটি হলে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন হবে।
এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল ও রেলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।