বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুড়িগ্রাম : দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে ১২টি সংগঠনের যৌথ আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের গবা মোড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের প্রায় পাঁচশতাধীক জনগণ ধর্ষণ বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক; কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান। এছাড়া মানববন্ধন শেষে ধর্ষণ বিরোধী শপথ পাঠ করেন উপস্থিত সর্বস্তরের জনতা।
মানববন্ধনে সামছুল হুদা সোয়েব, সুমাইয়া ইসলাম ঐশী, তানজিন সুলতানা, জিয়ন রায়হান, বাবু দেব, মিল্টন খন্দকার, আতাউর রহমান আতা, মুরসালিন ইসলাম, মাহমুদুল হাসান, সামিউল আলম, আলমগীর হোসেন, সৌমিক দে রাম প্রমুখ বক্তব্য রাখেন।