Home First Lead বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে বৃহস্পতিবার।

গত সেপ্টেম্বর মাসের শুরুতে রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী কোনো দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশের কাছে এখন যে পরিমাণ বিদেশি মুদ্রার মজুদ আছে তা দিয়ে ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রধানত রেমিট্যান্সে উচ্চ প্রবাহে রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

আমদানিকৃত পণ্যের এলসির বিপরীতে দায় পরিশোধে বিলম্বসহ অন্যান্য পাওনা পরিশোধ কমে যাওয়াও রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছে। উচ্চ রপ্তানি আয় অর্জনের পাশাপাশি বিলাসবহুল পণ্য আমদানি যদি কিছুটা কমিয়ে আনা যায়, তাহলে দেশের স্বাস্থ্যকর রিজার্ভ বজায় রাখতে সহায়তা করবে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা ৬৭১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১৯ কোটি ডলার বা ৪৮ দশমিক ৫৪ শতাংশ বেশি। এর আগে তিন মাসে কখনো এত রেমিট্যান্স আসেনি। ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ৪৫২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত মার্চ শেষে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। সেখান থেকে ৬ মাসে ৭ বিলিয়ন ডলার বেড়ে এ পর্যায়ে এসেছে।

প্রবাসী আয়ে নগদ সহায়তা ঘোষণার পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সে উল্লম্ফনের কারণে চলতি বছরের আগস্টে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত ১ সেপ্টেম্বর রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।