বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: পেঁয়াজ ছাড়াও সাধ্যের বাইরে সবজি। বেড়েছে মাছ-মাংসের দামও। বাজার করতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সবজির আমদানি কম। সীমিত সংখ্যক সবজির গাড়ি আসলেও কিনতে হচ্ছে দাম দিয়ে। প্রভাব পড়ছে খুচরা বাজারে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে নগরীর পাহাড়তলী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবজিতে দাম প্রতি ১০ টাকা বেড়েছে। পটল ৭০ টাকা, করোলা বাজারে ৮০ টাকা, বেগুন ৭০, শিম ১৪০, বরবটি ৮০, টমোটো ১০০ টাকা, ঢেঁড়শ ৬০, মিষ্টিকুমড়া ৫০ টাকা,সসিন্দা ৭০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, লাউ ৬০ এবং আলু ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। সীমিত দামে রসুন বিক্রি হলেও দেশি আদা ১২০ ও চায়না আদা ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারে আসা ক্রেতা মারুফ উল্লাহ বলেন, সবজির দাম গত সপ্তাহ থেকে আজকে বাড়তি। ৬০ টাকা নিচে কোনো তরকারি নেই। এমন অবস্থা চলতে থাকলে কি উপায় হবে।
সবজি বিক্রেতা মো: আজগর বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় সবজির দাম বেশি, আমরা সর্বোচ্চ ১০ লাভে খুচরা বিক্রয় করছি।
এদিকে মুরগী পোল্ট্রি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লেয়ার ২৩০ ও সোনালী ২০০ টাকা।
গরুর মাংসের দাম গত সপ্তাহ থেকে প্রায় ৫০ টাকা বাড়তি রানের গত সপ্তাহে ৬৫০ আজকের বাজারে ৭০০ এবং হাঁড়ের গত সপ্তাহে ৫৫০ আজকের বাজারে ৬০০। খাসির মাংসেরও দামও গত সপ্তাহ থেকে প্রায় ১০০ টাকা বাড়তি ৭০০ থেকে ৮০০ ( সেমি ছাগী) খাসি ৮০০ থেকে ৯০০।
মাছ বিক্রেতা মো. নুরু বলেন, অক্টোবরের১৪ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে দাম বাড়তি, গত সপ্তাহে ইলিশ ১ কেজির বেশি ৬০০ ছিল আজকের বাজারে ৮৫০, তেলাপিয়া ১৩০, লইট্টা ৮০ থেকে বেড়ে ১০০, বড় রুই ২২০ থেকে বেড়ে ২৪০, বাগদা চিংড়ি গত সপ্তাহে ৫২০ ছিল আজকের বাজারে ৮০০, মাউল ১৮০। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।