Home চট্টগ্রাম ধর্ষণ মামলার আইন সংশোধনের দাবি

ধর্ষণ মামলার আইন সংশোধনের দাবি

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দেশে ধর্ষণসহ চলমান সহিংসতা বন্ধে দাবিকৃত সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ট্রাইবুন্যালের মাধ্যমে তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

মহানগর যুব সংহতির আহবায়ক অধ্যাপক নুরুল বশর সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবছার উদ্দিন রনির পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুব সংহতির যুগ্ম আহবায়ক কায়ছার হামিদ মুন্না, মোঃ সেলিম, এম.এন ইসলাম, শাহ আলম টিপু, এম.এ. শুক্কুর, কবি কামরুল ইসলাম, সোলায়মান রনি, নুর আলী সওদাগর, মাসুদ হোসেন, আইয়ুব খান, সুলতান আহমদ, মো. হানিফ প্রমুখ।